https://ift.tt/eA8V8J
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পার হতে-হতে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বিশ্বব্যাপী ৯ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত নতুন এই রোগটিতে ৯ লাখ ১ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৮১৯ জনে। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৬৮৯ জন। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ ১৪ হাজার ২৩১ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৩২ জন। সুস্থ ৩৭ লাখ ৯৬ হাজার ৭৬০ জন। দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৯৬ হাজার ২৭ জন। মারা গেছেন ৭৩ হাজার ৯২৩ জন। আরও পড়ুন: বিরূপ প্রতিক্রিয়া: স্থগিত রাখা হল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল ব্রাজিলে ১ লাখ ২৭ হাজার ৫১৭ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন। করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৯৯৩ জন। মেক্সিকোয় শনাক্ত রোগী প্রায় সাড়ে ৬ লাখ হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৮ হাজার ৪৮৪ জন মারা গেছেন সেখানে। সূত্র : দেশ রূপান্তর এম এন / ০৯ সেপ্টেম্বর
https://ift.tt/33a6y5Q
0 Comments