আগামী সপ্তাহে ইসরায়েল-আমিরাতের আনুষ্ঠানিক চুক্তি

https://ift.tt/eA8V8J
ওয়াশিংটন, ০৯ সেপ্টেম্বর- আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউসে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তেল আবিব ও আবুধাবির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, চুক্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ১৩ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, আবুধাবি-তেল আবিব চুক্তি স্বাক্ষরের আগে আরো কিছু আরব দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহিত করার চেষ্টা চলছে। বিশেষ করে বাহরাইন ও সুদানকে এ কাজে উদ্বুদ্ধ করতে ওয়াশিংটন ও তেল আবিব ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও পড়ুন- খাসোগি হত্যাকাণ্ডে সৌদি আদালতের চূড়ান্ত রায় হাস্যকর: তুর্কি বাগদত্তা গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়। সে সময় বলা হয়েছিল, শিগগিরই দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। সূত্র: আমাদের সময় আডি/ ০৯ সেপ্টেম্বর
https://ift.tt/2ZhLlpy

Post a Comment

0 Comments