নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায়তদন্ত কমিটি গঠন

https://ift.tt/eA8V8J
নারায়ণগঞ্জ, ০৫ সেপ্টেম্বর- নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অপরাশেন) পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠিন করা হয়েছে। অন্যদিকে, এসি নয় গ্যাস লাইন থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান তিনি। এদিকে এলাকার মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, গ্যাস লিকেজ ঠিক করতে বারবার তিতাস কর্তৃপক্ষকে মসজিদ কমিটি অবগত করলেও কাজ হয়নি। মূলত গ্যাস লিকেজ ঠিক করতে তিতাস কর্তৃপক্ষ টাকা দাবি করেছিল বলে কেউ কেউ অভিযোগ করেছেন। সেই টাকা দিতে না পারায় তিতাস কর্তৃপক্ষ মসজিদের গ্যাসের লিকেজ ঠিক করে দেয়নি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয়দের অনেকেই অভিযোগ করে বলেন, তিতাস কর্তৃপক্ষকে একাধিকবার বলার পরও তারা কর্ণপাত করেনি। এমনকি লাইন সরানোর জন্য তিতাসের লোকজন টাকা দাবি করে। যার কারণে এলাকার লোকজন ও মসজিদ কমিটি হতাশা নিয়ে তিতাস কর্তৃপক্ষকে আর কিছু বলেনি। তিতাসের গাফলতির কারণে এ বিস্ফোরণ ঘটল। এদিকে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন আরও বলেন, মসজিদের নিচ দিয়ে (মেঝেতে) একটি গ্যাস পাইপ রয়েছে। আর এ পাইপের লিকেজ দিয়ে মসজিদের ভেতরে গ্যাস জমা হয়। মসজিদে এসি চলার কারণে দরজা জানালা সব বন্ধ রাখা হয়। আলো-বাতাস বের হতে পারে না। ফলে নির্গত গ্যাস বের হতে পারেনি। বিস্ফোরণের আগে বিদ্যুতের কোনও কিছু জ্বালানোর সময় স্পার্কিং করে। আর সেই স্পার্কিং থেকেই বিস্ফোরণ ঘটতে পারে। আরও পড়ুন- মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জন নিহত তিনি আরও বলেন, মসজিদের মেঝেতে থাকা পানিতে গ্যাসের বুদবুদ ওঠায় সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায় মসজিদের নিচ দিয়ে তিতাস গ্যাসের অনেকগুলো লাইন গেছে। আর পাইপগুলোর প্রতিটিতে একাধিক লিকেজ রয়েছে। সেই লিকেজের গ্যাস সব সময় মসজিদে উঠত। আর নামাজের আগে থেকে মসজিদের দরজা জানালা বন্ধ করে এসি চালু করার ফলে পুরো রুমে এসি ও গ্যাস মিশে যায়। আর তাতে করে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। এসি বিস্ফোরণ হওয়ার কারণ হল এসিতে গ্যাস ছিল। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, আমরা ধারণা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দ্রুত এখানে এসে আমাদের ধারণাকে নিশ্চিত করে। তারা জানান- গ্যাসের লাইন থেকেই এই বিস্ফোরণ হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন এমএ/ ০৫ সেপ্টেম্বর
https://ift.tt/355RcBN

Post a Comment

0 Comments