আবারও আদিত্য রায় কাপুরের নায়িকা দিশা

https://ift.tt/eA8V8J
মুম্বাই, ২৬ সেপ্টেম্বর- মালাং সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেন এ প্রজন্মের গ্ল্যামার কুইন দিশা পাটানি। সেখানে তার সঙ্গে ছিলেন আদিত্য রায় কাপুর। তাদের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। মালাং- এর পর দর্শকনন্দিত এ জুটিকে প্রায়ই একসঙ্গে দেখা গেছে নানা প্রচারণামূলক কার্যক্রমে। তবে এবার জানা গেল, দিশা আর আদিত্য আবারও পর্দায় জুটি হয়ে আসছে। ফিল্মফেয়ার জানাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে পরিচালক আহমেদ খানের নতুন সিনেমায় দেখা যেতে পারে এ জুটিকে। আপাতত সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ওম। করোনাকালীন দীর্ঘ বিরতির পর আবারও ব্যস্ত সময় শুরু হয়েছে বলিউডে। একের পর এক সিনেমার ঘোষণা আসছে। অনেকে শুরু করেছেন শুটিং। আহমেদ খানও চাইছেন শিগগিরই শুটিংয়ে যেতে৷ সেজন্য তিনি দিশা-আদিত্যর ফ্রি শিডিউলের অপেক্ষা করছেন। ফিল্মফেয়ারের প্রতিবেদনে আরও বলা হয়, দিশা পাটানি সিনেমার স্ক্রিপ্ট পছন্দ করেছেন। পরিচালকের সঙ্গে সিনেমাটির ব্যাপারে তার বেশ কয়েকবার কথাও হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই অফিশিয়ালভাবে সিনেমাটির সংবাদ দর্শকদের জানানো হবে। আরও পড়ুন:চুমু খেতেও ভয় পাচ্ছেন সালমান প্রসঙ্গত, দিশা এবং আদিত্যর ফ্রি শিডিউলের উপর নির্ভর করছে সিনেমাটির শুটিং কাজ কবে শুরু হবে। আডি/ ২৬ সেপ্টেম্বর
https://ift.tt/344oHCo

Post a Comment

0 Comments