অন্তঃসত্ত্বা কারিনার জন্য আমিরের বিশেষ ব্যবস্থা

https://ift.tt/eA8V8J
মুম্বাই, ০৫ সেপ্টেম্বর- হলিউড ছবি ফরেস্ট গাম্পর হিন্দি সংস্করণ লাল সিং চাড্ডাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আমির খান। বছরের শুরুতেই শুরু হয়েছিলো এর শুটিং। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে মাঝ পথেই আটকে যায় এর কাজ। করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সম্প্রতি ছবিটির শুটিংয়ের জন্য তুর্কি গিয়েছিলেন আমির খান। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারতে আবার লাল সিং চাড্ডার শুটিংয়ে অংশ নেবেন আমির। এবার তার সঙ্গে যোগ দেবেন কারিনা কাপুর খানও। কারিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন, এ কথা কারও অজানা নেই। তাই এই হবু মা ছবিটির শুটিংয়ে অংশ নেবেন কিনা তা নিয়ে চলছিলো বেশ জল্পনা-কল্পনা। শেষমেষ জানা গেলো- বলিউডের এই অভিনেত্রী ছবির শুটিংয়ে অংশ নেবেন। আর তার জন্য সেটে বিশেষ সুরক্ষা ব্যবস্থা করছেন আমির খান। আরও পড়ুন-রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করতে পারে সিবিআই ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- করোনা সংকটের আবহে এমনিতেই সেটে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে করিনার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখছেন ছবির অন্যতম প্রযোজক আমির খান। পরিচালককে সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আমির। সেটে যেনো অতিরিক্ত কোন লোক না থাকে। এমনকি করিনার ভ্যানিটির মধ্যেও যেন অযথা কেউ প্রবেশ না করে। এসবই কড়া নজরে রাখার নির্দেশ দিয়েছেন আমির। এমএ/ ০৫ সেপ্টেম্বর
https://ift.tt/3i24bZ3

Post a Comment

0 Comments