https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৯ সেপ্টেম্বর- অবশেষে চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে শুরু হলো নবাব এলএলবির শুটিং। অনন্য মামুন পরিচালিত ছবিটির শুটিং ৭ সেপ্টেম্বর থেকে রাজধানীতেই শুরু হয়েছে। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। তার বিপরীতে থাকছেন স্পর্শিয়া ও মাহিয়া মাহি। প্রথম দিনের শুটিং স্পর্শিয়াকে দিয়ে শুরু করলেও পরিচালক আগামীকাল মাহিয়া মাহির যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। শাকিব খান শুটিংয়ে অংশ নেবেন ১০ সেপ্টেম্বর। পরিচালক মামুন জানান, আসলে ছবিটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে ৩০ আগস্ট থেকেই। এতোদিন আমরা কিছু গুরুত্বপূর্ণ স্থানের দৃশ্য ধারণ করেছি। ৭ সেপ্টেম্বর থেকে আর্টিস্ট নিয়ে শুটিং শুরু করেছি। পর্যায়ক্রমে শাকিব ভাই ও মাহি জয়েন করবেন। নবাব এলএলবিতে শাকিব খান একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। মাহিও আইনজীবী। অন্যদিকে স্পর্শিয়ার চরিত্র সম্পর্কে এখনই কিছু জানাতে নারাজ মামুন। তিনি বলেন, স্পর্শিয়ার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এখন ওর চরিত্র নিয়ে কিছুই বলতে চাইছি না। আরও পড়ুন-ফারুকের শারীরিক অবস্থার আরও অবনতি, নেওয়া হবে সিঙ্গাপুরে এর আগে নবাব নামে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হয়। অনন্য মামুন বলছেন সে ছবিটিরই সিক্যুয়েল। তবে নবাব এলএলবির গল্পে থাকবেনা আগের নবাবের কোন ছায়া। পুরোপুরি নতুন একটি গল্প। যোগ করে বলেন মামুন। স্পর্শিয়া বলেন, আমি যে ধরনের গল্পে কাজের জন্য মুখিয়ে থাকি এ ছবির গল্প সে রকমই। দর্শকরা প্রতিনিয়ত নতুন কিছু চায়। এ ছবিতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার ইচ্ছা রয়েছে। গল্প ও চরিত্র মিলিয়ে দর্শক নতুন এক স্পর্শিয়াকে খুঁজে পাবেন বলে আশা করছি। সেলেব্রেটি প্রডাকশনের ব্যানারে আসন্ন শারদীয় উৎসবকে টার্গেট করে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন অনন্য মামুন। সূত্র: সমকাল এমএ/ ০৯ সেপ্টেম্বর
https://ift.tt/3kcltn5
0 Comments