https://ift.tt/eA8V8J
নয়াদিল্লি, ০৪ সেপ্টেম্বর- সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরুর আগে সমস্যার পাহাড়ে চেন্নাই সুপার কিংস। দলের দুই ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ১৩ জন করোনায় আক্রান্ত। ব্যক্তিগত কারণে আইপিএল না খেলে দুবাই ছেড়ে ভারতে ফিরে গেছেন সুরেশ রায়না। এবার সম্ভবত আইপিএলে তারকা ভারতীয় স্পিনার হরভজন সিংকেও পাবেনা চেন্নাই। চিপকে চেন্নাই সুপার কিংসের পাঁচ দিনের স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেননি হরভজন সিং। মা অসুস্থ তাই দলের সঙ্গে দুবাই যাননি এই ভারতীয় স্পিনার। সিএসকে ম্যানেজমেন্টকে হরভজন সিং জানিয়ে দেন, দুসপ্তাহ পরে তিনি দুবাইতে পৌঁছে যাবেন। কিন্তু জানা গেছে, এখনও সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেননি হরভজন। তিনি আদৌ দুবাই কবে যাচ্ছেন সে বিষয়ে কোনও ধারণাই নেই চেন্নাই ম্যানেজমেন্টের। আরও পড়ুন- করোনা টেস্ট বাধ্যতামূলক নয় সাকিবের! তাই আপাতত হরভজন সিংকে ছাড়াই অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন স্টিফেন ফ্লেমিং-মহেন্দ্র ধোনিরা। চেন্নাই দলের গুরুত্বপূর্ণ সদস্য হরভজন সিং। ২০১৮ সালের আইপিএল নিলামে দুই কোটি টাকার বেশ প্রাইসে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়। গত মৌশুমে সিএসকের হয়ে ১১ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন হরভজন সিং। সূত্র: বাংলাদেশ প্রতিদিন এমএ/ ০৪ সেপ্টেম্বর
https://ift.tt/2EZKnae
0 Comments