https://ift.tt/eA8V8J
ওয়াশিংটন, ৩০ সেপ্টেম্বর- ডোনাল্ড ট্রাম্প কখনো চোখ রাঙালেন। কখনো হাত উঁচু করলেন। জো বাইডেন মাথা ঠান্ডা রাখতে চাইলেও পারলেন না। এক পর্যায়ে ভাঁড় বলে আক্রমণ করলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিন বিতর্কের প্রথমটিতে বাংলাদেশ সময় বুধবার সকালে এভাবে মুখোমুখি হন দুই প্রতিদ্বন্দ্বী বাইডেন-ট্রাম্প। দুজনকে সামলাতে হিমশিম খেতে দেখা গেছে মডারেটর ক্রিস ওয়ালেসকে। ফক্স নিউজের এই উপস্থাপক বেশ কয়েকবার হাত উঁচিয়ে দুজনকে থামিয়েছেন। আরও পড়ুন: কানাডায় রেড অ্যালার্ট জারি: বার, রেঁস্তোরা ও থিয়েটার হল ২৮ দিনের জন্য বন্ধ ঘোষণা বিতর্কের অনেকটা সময় জুড়ে দুজনে করোনা এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন। বাইডেন এক পর্যায়ে দেশবাসীর উদ্দেশ্যে বলে ওঠেন, এই ভাঁড়টা কী করার চেষ্টায় আছে, সে বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে? ট্রাম্প এটি শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন। কথার মাঝে বলেন, এই, আপনি কি থামবেন? জানা গেছে, অডিয়েন্স রুলস অমান্য করে ট্রাম্প পরিবারের কয়েকজনকে মাস্ক পরতে দেখা যায়নি। ট্রাম্পের বক্তব্য মানেই শব্দের জাদু। এমন সব শব্দ তিনি ব্যবহার করেন, যা অনেক সময় বহু অর্থ ইঙ্গিত করে। এদিনের বিতর্কেও একই কাজ করেছেন তিনি। নিজস্ব বাক্যাংশের পুনরাবৃত্তি করে বাইডেনকে চেষ্টা করেছেন নিজের টপিকসের ভেতরে ঢোকানোর। যখনই বাইডেন আমেরিকার অন্যায়-অবিচার নিয়ে কথা বলেছেন ট্রাম্প সেটিকে ঘুরিয়েছেন অন্য প্রসঙ্গে। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল তার সফল ব্যবসায়ী ইমেজ। তবে পুনর্নির্বাচনের আগে সেই পরিচয়টাই এবার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ট্যাক্স ফাঁকির অভিযোগ ওঠায়। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার বছর এবং হোয়াইট হাউজে প্রবেশের পর ২০১৭ সালে মাত্র ৭৫০ ডলার করে ট্যাক্স পরিশোধ করেছেন তিনি! সূত্র : দেশ রূপান্তর এন এইচ, ৩০ সেপ্টেম্বর
https://ift.tt/36ifCIR
0 Comments