মিশন ব্রেকআপ এ জোভান ও তিশার লড়াই!

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৯ সেপ্টেম্বর-নাটকটির গল্পে জোভান ও তিশা প্রেমিক-প্রেমিকা। কোনো এক কারণে তাদের বিচ্ছেদ হওয়ার পর একে অপরকে মিস করতে থাকেন। কিন্তু ইগোর কারণে কেউ-ই সম্পর্ক ঠিক করতে এগিয়ে আসেন না। এদিকে তিশাকে অন্য আরেকজনের সঙ্গে প্রেম করতে দেখে রেগে যান জোভান। আর এনিয়ে তিশার সঙ্গে তার লড়াই শুরু হয়! সম্প্রতি ঢাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। নাটকটি প্রসঙ্গে পরিচালক ওসমান মিরাজ বলেন, জোভান ও তিশাকে নিয়ে দারুণ একটি কাজ হয়েছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজন প্রেমিক-প্রেমিকা আবার এক হওয়ার চেষ্টা করার গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি সবার বেশ ভালো লাগবে। জোভান ও তিশা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন- মুকিত জাকারিয়া, সিয়াম নাসির, পুনম, প্রাণনসহ অনেকে। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। আরও পড়ুন:তৌসিফের নতুন গানচিত্র নির্মাতা জানান, আগামী ১০ অক্টোবর বাংলাভিশনে মিশন ব্রেকআপ প্রচার হবে। পাশাপাশি দেখা যাবে প্রযোজনা সংস্থা মোশনরকের ইউটিউব চ্যানেলেও। সূত্রঃ বাংলা নিউজ আডি/ ২৯ সেপ্টেম্বর
https://ift.tt/3i9WC1t

Post a Comment

0 Comments