সিগারেটে সুখটান দিচ্ছে শিম্পাঞ্জি! (ভিডিও সংযুক্ত)

https://ift.tt/eA8V8J
শুধু মানুষই নয়, নেশার এই অভ্যাস হতে পারে অন্য প্রাণীরও। মঙ্গলবার এ রকমই একটি ভিডিও পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মকর্তা সুশান্ত নন্দা। যাতে একটি শিম্পাঞ্জিকে মনের আনন্দে সিগারেটে সুখটান দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ১৯ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সিঁড়ির ওপর বসে মনের সুখে সিগারেট টানছে একটি শিম্পাঞ্জি। আর গলগল করে মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে চারদিকে। মাঝে মাঝে এদিক-ওদিক তাকিয়ে দেখে নিচ্ছে তার এই কাণ্ড আর কেউ দেখছে কি না। তারপর ফের টান দিচ্ছে হাতের সিগারেটে। ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, কোনো মানুষের কাছ থেকেই এই অভ্যাস হয়েছে শিম্পাঞ্জিটির। আসলে ওকে যারা দেখভাল করে, তাদের কাণ্ডকারখানা চোখের সামনে দেখেই তা অনুসরণ করার চেষ্টা করেছে। Imitation in apes is driven by attachments.They identify with those who take care of them. And moreover, Apes are naturally imitative hence the verb aping...( smoking is injurious to health wealth) pic.twitter.com/3MHaVqA1O7 Susanta Nanda IFS (@susantananda3) July 21, 2020 সূত্র: সংবাদ প্রতিদিন আর/০৮:১৪/২৪ জুলাই
https://ift.tt/3eXoBQo

Post a Comment

0 Comments