নকল ক্যালকুলেটর বিক্রির দায়ে আট প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৫ সেপ্টেম্বর- ক্যাসিও, সিটিজেনসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যালকুলেটর বিক্রির দায়ে আট প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কোতোয়ালী থানার পাটুয়াটুলী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-১০। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-রিঙ্কু এন্টারপ্রাইজের আশরাফুলকে এক বছর, আশরাফ এন্টারপ্রাইজের শরিফ ও রাজুকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। আরও পড়ুন: অভিনব কৌশলে প্রতারণা, মামলা দিয়ে সমঝোতার নামে অর্থ আদায় ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, কোতোয়ালি থানার পাটুয়াটুলী এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যালকুলেটর বিক্রির অপরাধে আটটি প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলেও জানান সারওয়ার আলম। সূত্র : বাংলানিউজ এম এন / ২৫ সেপ্টেম্বর
https://ift.tt/305w1N3

Post a Comment

0 Comments