সংকটের সময় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: রেলমন্ত্রী

https://ift.tt/eA8V8J
পঞ্চগড়, ০৫ আগস্ট - রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সংকটের সময় আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থেকেছে। বিপদের দিনে দেশের সব শ্রেণির মানুষের পাশাপাশি সরকার গণমাধ্যমকর্মীদের পাশেও দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে গণমাধ্যমের কর্মীরা সরকারি সহায়তা পাচ্ছেন। জনবান্ধব সরকার বলেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ কালে তিনি এই কথা বলেন। মঙ্গলবার (৪ আগস্ট) বোদা উপজেলার মহাজনপাড়ায় নিজ বাসভবনে মন্ত্রী এই চেক বিতরণ করেন। তিনি পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর হাতে চেক তুলে দেন। এ সময় মন্ত্রীর ছেলে কৌশিক নাহিয়ান নাভিদ, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবিবুর রহমান সাবিব, সামসউদ্দিন চৌধুরী কালাম ও মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আরও পড়ুন: আজ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী মন্ত্রী বলেন, কোথাও কেউ সহায়তার তালিকা থেকে বাদ পড়লে পর্যায়ক্রমে তাদেরও তালিতায় অন্তর্ভুক্ত করা হবে। সংকট মোকাবিলা একটু যেন সহজ হয় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। তিনি স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সহায়তার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও পঞ্চগড় প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ধন্যবাদ জানান। এ প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বলেন, করোনায় গণমাধ্যমকর্মীরাও সংকটে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তারা নিয়মিত পারিশ্রমিক পাচ্ছেন না। সংকটময় এ পরিস্থিতিতে এ সহায়তা সামান্য হলেও আমাদের উপকারে আসবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সবার জন্য সরকারের যে চিন্তা-ভাবনা আছে সেটা ইতিবাচক দিক। জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিকের প্রত্যেককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ জুলাই রংপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরির কাছ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ একটি প্রতিনিধি দল সাংবাদিকদের নামে এসব চেক গ্রহণ করেন। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ০৫ আগস্ট
https://ift.tt/3fu7OVx

Post a Comment

0 Comments