https://ift.tt/eA8V8J
নয়াদিল্লী, ২৪ আগস্ট - ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই বর্তমানে ভারতের স্থান। বর্তমান পরিস্থিতিতে গোটা দেশবাসী তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। এই অবস্থায়, আশার কথা শোনালো দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান, ভারতে চলতি বছরের শেষ দিকে আসতে পারে করোনাভাইরাসের টিকা। আরও পড়ুন: ভারতে করোনায় একদিনে ৮৩৬ জনের মৃত্যু এ সময় তিনি আরও বলেন, দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটির ক্লিনিকাল ট্রায়াল শেষ ধাপে রয়েছে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই উৎপাদন শুরু করতে পারবো। এদিকে, দিন দিন করোনাভাইরাস মোকাবেলায় ভারতের সক্ষমতা বাড়ছে জানিয়ে তিনি বলেন, আমরা পুনের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবারও আমরা ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছি। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২৪ আগস্ট
https://ift.tt/31oUvBX
0 Comments