ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

https://ift.tt/eA8V8J
ঠাকুরগাঁও , ০৬ আগস্ট - ঠাকুরগাঁওয়ের একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম জাকারিয়া হোসেন (৫৮)। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলার হরিপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) জাকারিয়া হোসেনের (৫৮) বাড়ি একই উপজেলার আমগা গ্রামে। আরও পড়ুন: চামড়ার বাজারে ধস, ৫০ টাকায় গরুর চামড়া! তিনি গত ২৩ জুলাই করোনা উপসর্গে আক্রান্ত হন। নমুনা পরীক্ষার পর ২ আগস্ট তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুব্রত সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক গোরস্থানে তাকে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ০৬ আগস্ট
https://ift.tt/33D9Gsy

Post a Comment

0 Comments