করোনা আক্রান্ত সানজিদা খানমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৬ আগস্ট - করোনাভাইরাস আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানমকে ফোন করে খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ আগস্ট) সানজিদা খানম করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পান। এরপর নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ফেসবুকে জানান সানজিদা খানম. আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ নিতে ফোন করেছিলেন। আরও পড়ুন: মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া হাসপাতালে অভিযান চালানো যাবে না তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ৮ মার্চ থেকে করোনা মহামারির সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল আমাদের। আজ (বুধবার) থেকে করোনার সঙ্গে সরাসরি যুদ্ধে নতুন মাত্রা যুক্ত হলো। যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে আমার ও আমার পরিবারের খোঁজ-খবর নিলেন, তখন সাহস ও শক্তি অনেকখানিই বেড়ে গেল। মমতাময়ী নেত্রী, সারাটা জীবন আপনার এমন স্নেহতলে থাকতে চাই। উল্লেখ্য সানজিদা খানম ঢাকা-৮ আসনের নির্বাচিত এবং একবার সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ০৬ আগস্ট
https://ift.tt/2XxP7Ks

Post a Comment

0 Comments