https://ift.tt/eA8V8J
হবিগঞ্জ, ২৯ আগস্ট - হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৩৬ জনে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুন: হবিগঞ্জে দুই চেয়ারম্যানের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫ ডেপুটি সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদরে ১৭ জন, চুনারুঘাট উপজেলায় ৪ জন, নবীগঞ্জ উপজেলায় ২ জন, বানিয়াচং উপজেলায় ১ জন ও মাধবপুর উপজেলায় ২ জন। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় আক্রান্ত ১৫৩৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০০০ জন। মারা গেছেন ১২ জন। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ২৯ আগস্ট
https://ift.tt/3gBKrd1
0 Comments