https://ift.tt/eA8V8J
বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে আট লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সবশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৫২৪ জন। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৫৮০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫৯ লাখ ৫৫ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪০৪ জনের। মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৬৬ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৭৪ হাজার ১৭৬ জন। আরও পড়ুন: রোহিঙ্গা নির্যাতনের লোমহর্ষক কয়েকটি ঘটনা এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ৬১২ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৩১ হাজার ৭৫৪ জন। একদিনে ১ হাজার ২৪৩ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৮২ হাজার। মোট আক্রান্ত ৬০ লাখের কাছাকাছি। দৈনিক হিসাবে মঙ্গলবার (২৫ আগস্ট) দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। একদিনে ১২শর বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। সবশেষ ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে ভারত। প্রায় ৬৭ হাজার নতুন শনাক্তের পাশাপাশি দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬ জনের। এন এইচ, ২৬ আগস্ট
https://ift.tt/3b0vxw2
0 Comments