https://ift.tt/eA8V8J
বরগুনা, ২৭ আগস্ট - বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আজ জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে ৯ জন আসামির উপস্থিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র হালদার সাক্ষীদের স্বাক্ষ্যর উপর, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের যুক্তিকতা তুলে ধরেন। ঘটনার বর্ণনার পাশাপাশি সিসি ক্যামেরায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য, আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর প্রথম দিন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের পিপিকে সহায়তা করেন শিশু আদালতের বিশেষ পিপি, মোস্তাফিজুর রহমান বাবুল। আরও পড়ুন: বরগুনায় যৌথ অভিযানে ৫ অস্ত্রসহ জলদস্যু আটক বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রথম দিন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালতের কার্যক্রম আগামীকাল সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। যুক্তিতর্ক চলাকালীন কারাগারে থাকা ৮ আসামি এবং জামিনে থাকা রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নী উপস্থিত ছিলেন। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২৭ আগস্ট
https://ift.tt/3gzgNFi
0 Comments