ময়মনসিংহের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

https://ift.tt/eA8V8J
ময়মনসিংহ, ০৫ আগস্ট - করোনায় আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদের আগে জেলা প্রশাসকের গাড়িচালক করোনা আক্রান্ত হন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মিজানুর রহমান নিজেই বাসাতে কোয়ারেন্টাইনে থাকেন। পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সোমবার (৩ আগস্ট) নমুনা পরীক্ষা করতে দিলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই আইসোলেশনে থাকবেন বলেও জানান। আরও পড়ুন: ময়মনসিংহে অরক্ষিত বিআরটিসির প্রায় অর্ধশত বাস, চুরি হচ্ছে যন্ত্রাংশ ময়মনসিংহ সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মঙ্গলবার (৪ আগস্ট) ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদিকে ময়মনসিংহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭৬৪ জন, সুস্থ হয়েছেন ২৩০৩ জন ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ আগস্ট
https://ift.tt/31qDXZg

Post a Comment

0 Comments