সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৮০

https://ift.tt/eA8V8J
সাতক্ষীরা, ২৫ আগস্ট - করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার দাশকাটি গ্রামের ইমান আলী (৮০) ও যশোরের কেশবপুর উপজেলার পুরুলিয়া গ্রামের হারুন-অর-রশিদ (৫৫)। আরও পড়ুন: সংস্কার হয়নি সাতক্ষীরার উপকূলীয় বাঁধ, দুর্ভোগে এলাকাবাসী তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ৭ আগস্ট সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন হারুন-অর-রশিদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২১ আগস্ট দুপুরে হাসপাতালে ভর্তি হন ইমান আলী। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। ডা. মানস কুমার মণ্ডল আরও জানান, ভর্তির পর তাদের নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ২৫ আগস্ট
https://ift.tt/31s5j2d

Post a Comment

0 Comments