https://ift.tt/eA8V8J
নোয়াখালী, ২৬ জুলাই - নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জুলাই মাসে ১ দিনে এটি সর্বোচ্চ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৯৪৫ জন। তবে সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্তের পরিসংখ্যানে গড়মিল রয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় নতুন আক্রান্ত ৮৫ জনের মধ্যে সদরে ২১, কবিরহাটে ২২, কোম্পানীগঞ্জে ১২, বেগমগঞ্জে ৮, সেনবাগে ৭, হাতিয়ায় ৫, সোনাইমুড়ীতে ৫, চাটখিলে ৩ এবং সুবর্ণচরে ২ জন। তিনি আরও জানান, জেলায় মোট সুস্থ হয়েছেন ১৯৭৮ জন, জেলা কোভিড-১৯ হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন, হোম আইসোলেশনে রয়েছেন ৮৮২ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। আরও পড়ুন: নোয়াখালী হাসপাতালে ৭ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ জানান, উপজেলায় নতুন আক্রান্ত ১৯ জন। মোট আক্রান্ত ৩৪৪ জন। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নীলিমা ইয়াছমিন বলেন, উপজেলায় নতুন করে ২৯ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন চিকিৎসক এবং তিনজন ব্যাংকারও রয়েছেন। পরিসংখ্যান গড়মিলের বিষয়ে সিভিল সার্জন বলেন, রিপোর্ট আসার পর অফিসের ৩ জন কর্মকর্তা তা চেক করেন। সদরে নতুন আক্রান্ত ২৯ হলেও সিভিল সার্জন অফিস দেখাচ্ছে ২১, কবিরহাটে ১৯ জন আক্রান্ত হলেও দেখাচ্ছে ২২ জন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিসংখ্যানবিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ২৬ জুলাই
https://ift.tt/3hCwFry
0 Comments