https://ift.tt/eA8V8J
নারায়ণগঞ্জ, ২২ জুলাই- প্রতারণার অভিযোগে ল্যাব এইড নারায়ণগঞ্জ শাখার করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা স্থগিত করেছে জেলা সিভিল সার্জন অফিস। মঙ্গলবার দুপুরে চাষাঢ়ায় অবস্থিত ল্যাব এইড হাসপাতালে গিয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রতারণার সত্যতা পেয়ে এই স্থগিতাদেশ দেন। ডা. জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, গত ১ জুলাই থেকে শহরের পুরান কোর্ট এলাকায় অবস্থিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিজিএম) ভবনের নীচ তলায় করোনার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়। যেখানে সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ২০০ টাকা করে ফি রাখা হয়। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকার জাহিদুল ইসলাম নামের এক যুবক ল্যাব এইডের রিসিটে সাড়ে চার হাজার টাকা পরিশোধ করে নমুনা দিতে যান পুরান কোর্টের সেই বুথে। আরও পড়ুন:নারায়ণগঞ্জের বন্দরের ইউএনও করোনায় আক্রান্ত জাহিদুলকে সেই বুথে নমুনা সংগ্রহের জন্য ডেকে নিয়ে যায় ল্যাব এইডের টেকনেশিয়ান সহকারি মো. জনি। জনি ওই যুবককে পুরান কোর্টের সরকারি বুথকে ল্যাব এইডের নিজের বুথ বলে প্রচার করে। বিষয়টি জানাজানি হলে একপর্যায়ে জেলা সিভিল সার্জন স্যার ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পান। ল্যাব এইড নারায়ণগঞ্জ শাখায় গিয়ে রিপন নামের আরো একজন কর্মচারীর ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পান। পরে ল্যাব এইডের কর্মকর্তাদের ডেকে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম স্থগিত করেন। যদিও সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য ঢাকায় ল্যাব এইডে পাঠানো হতো। এব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ প্রতিবেদককে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনার নমুনা সংগ্রহে ল্যাব এইডের এই প্রতারণার সাথে আর কারা জড়িত ও কতদিন ধরে এটা করছে সেটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে জানতে চাইলে ল্যাব এইড নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সোহেল জানান, তিনি ছুটিতে আছেন। তবে মার্কেটিং ব্যবস্থাপক মো. তানভীর হোসেন জানান, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অভিযোগে ওই দুই কর্মচারীকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২২ জুলাই
https://ift.tt/30CUYPp
0 Comments