ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়ালো

https://ift.tt/eA8V8J
ব্রাসিলিয়া, ২১ জুলাই- নভেল করোনাভাইরাসে দিশেহারা সময় পার করা ব্রাজিলের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে ৮০ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১৮ জন। ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২০২ জন। গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০জন। মারা গেছেন ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৬১ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৩৪ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৮৯ জন। ব্রাজিলের পর তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১১ লাখ ৫৪ হাজার ৯১৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৮ হাজার ৯৯ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৭ লাখ ৭৭ হাজার ৪৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ হাজার ৪২৭ জন। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৭৩ হাজার ৬২৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ১৭৩ জন। সূত্র : দেশ রূপান্তর এম এন / ২১ জুলাই
https://ift.tt/3eP970V

Post a Comment

0 Comments