গুগল ফটোসে যোগ হলো নতুন ফিচার

https://ift.tt/eA8V8J
সম্পূর্ণ নতুন আপডেট ও নতুন ইউজার ইন্টারফেস ছাড়াও নতুন ব্র্যান্ড লোগো এবং ম্যাপ ভিউ নামে নতুন ফিচার যুক্ত করা হয়েছে গুগল ফটোসে। টেক জায়ান্ট গুগল জানায়, নতুন এই আপডেটটি আগামী সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইওএস ইউজারদের ডিভাইসে পৌঁছে যাবে। তবে ইতোমধ্যে অনেক ব্যবহারকারীরা তাদের ডিভাইসে নতুন আপডেটটি প্রত্যক্ষ করেছে। নতুন আপডেটে গুগল ফটোসে ঢুকলে ফটোস, সার্চ এবং লাইব্রেরি এই তিনটি ট্যাব দেখা যাবে। এখান থেকে বাদ পড়েছে ফর ইউ ট্যাব অপশনটি। নতুন ডিজাইনে পরিবর্তনে ফটোস ট্যাবের ছবিগুলো বড় পরিসরে, স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু এবং সাম্প্রতিক তোলা ছবিগুলো উপরের দিকে দেখা যাবে। এছাড়া ইন্টারেক্টিভ ম্যাপ ফিচার ব্যবহার করে তোলা ছবি ও ভিডিওর স্থান ম্যাপে দেখা যাবে। তবে ইউজাররা চাইলে তাদের লোকেশন সার্ভিসটি বন্ধ করে রাখতে পারবে। আরও পড়ুন:ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তি করিনি: জাকারবার্গ সর্বশেষ ট্যাব লাইব্রেরি থেকে ছবির অ্যালবাম, ফেবারিটস আইটেম, ট্র্যাস, আর্কাইভ এবং অন্যান্য ফিচারগুলো থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কানাডার ইউজাররা নতুন ফটোস অ্যাপ থেকে নিকটস্থ প্রিন্ট স্টোর সম্পর্কে জানতে পারবে। আর/০৮:১৪/২২ জুলাই
https://ift.tt/2WMBfM6

Post a Comment

0 Comments