https://ift.tt/eA8V8J
সিলেট, ২৯ জুলাই - সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আরও ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৪০ জনের মৌলভীবাজারের ২৩, সুনামগঞ্জের ১১ এবং হবিগঞ্জ জেলার ছয়জন। মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৬ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার কলেজের ল্যাবে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের দুইজন, মৌলভীবাজারের ২৩ এবং হবিগঞ্জের ছয়জন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, মঙ্গলবার ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে সুনামগঞ্জের নয়জন এবং সিলেটের ২০ জন। আরও পড়ুন: মধ্যরাতে অবৈধ হাট তুলে দিল সিলেটের পুলিশ সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, মঙ্গলবার শাবির ল্যাবে শনাক্ত নয়জনের মধ্যে সদর উপজেলার ছয়জন, ছাতক উপজেলার একজন এবং জামালগঞ্জ উপজেলার দুইজন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৬৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় চার হাজার ১৩১ জন, সুসামগঞ্জে এক হাজার ৪৪৬ জন, হবিগঞ্জে এক হাজার ১৩৮ জন এবং মৌলভীবাজারে ৯৫৮ জন। এদিকে, সিলেট বিভাগে তিন হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় এক হাজার ১১ জন, সুনামগঞ্জে এক হাজার ৯২ জন, হবিগঞ্জে ৬২২ জন এবং মৌলভীবাজারে ৫৩১ জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১০ জন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ জুলাই
https://ift.tt/3g8O9M7
0 Comments