নন্দীগ্রামের ইউএনও করোনায় আক্রান্ত

https://ift.tt/eA8V8J
বগুড়া, ২২ জুলাই- বগুড়ার নন্দীগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানানো হয়। জানা গেছে, করোনায় সর্বোচ্চ সতর্ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতার। কারণ, তার বাড়িতে ছোট দুটি ছেলে সন্তান রয়েছেন। এ কারণে তিনি সর্বোচ্চ সতর্কতা নিয়ে বাইরে বের হতেন। এরপরেও তার করোনা উপসর্গ হিসেবে জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দেয়। এ কারণে গত ২০ জুলাই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন তিনি। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত, লকডাউন কার্যকর, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ত্রাণ কার্যক্রমসহ নানা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন এই কর্মকর্তা। আরও পড়ুন:বগুড়ায় ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার বলেন, জ্বর, কাশি থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২২ জুলাই
https://ift.tt/3hnTbEt

Post a Comment

0 Comments