প্রথম ভারতীয় ব্যক্তির শরীরে দেওয়া হল কো-ভ্যাক্সিন, নেই কোনও সাইড এফেক্ট

https://ift.tt/eA8V8J
নয়াদিল্লি, ২৫ জুলাই- অবশেষে ভারতে শুরু হয়ে গেল হিউম্যান ট্রায়াল। প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। এবার প্রথম এক ব্যক্তিকে এই ভ্যাক্সিন দেওয়া হল। শুক্রবার দিল্লির এইমস হাসপাতালে ভ্যাক্সিন দেওয়া হয় তাঁকে। এদিন থেকেই শুরু হয়ে গেল কো-ভ্যাক্সিনের ইউম্যান ট্রায়াল। প্রথম এই ভ্যাক্সিন নিলেন দিল্লির বাসিন্দা এক ব্যক্তি। ৩০ থেকে ৪০ বছর বয়সের এক ব্যক্তিকে প্রথম ইঞ্জেকশন দেওয়া হল এদিন। এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এখন সাত দিনের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ড. সঞ্জয় রাই। এইমসে পরীক্ষার জন্য গত শনিবার থেকে সাড়ে তিন হাজারের বেশি লোক তাঁদের নাম নথিভূক্ত করেছেন। তাঁর মধ্যে কমপক্ষে ২২ জনের স্ক্রিনিং চলছে। দিল্লির বাসিন্দা এই ব্যক্তির দুদিন আগে শারীরিক পরীক্ষা করা হয়েছিল এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত মাপকাঠি স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে জানা যায়। তাঁর অন্য কোনও অসুস্থতা নেই। ০.৫ মিলিমিটারের প্রথম ডোজ শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দেওয়া হয়। এর কোনও ক্ষতিকারক প্রভাব ওই ব্যক্তির শরীরে দেখা যায়নি। তাঁকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। আগামী সাতদিন তাঁর ওপর নজর রাখা হবে। ক্লিনিক্যাল পরীক্ষায় সামিল আরও কিছু অংশগ্রহণকারীর স্ক্রিনিং রিপোর্ট আসার পর শনিবার তাঁদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের কোভ্যাক্সিন-এর প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষার জন্য এইমস সহ দেশের ১২ টি মেডিক্যাল প্রতিষ্ঠানকে বাছাই করেছে। আরও পড়ুন :ফের লকডাউনের পথে ভারত? মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে মোদী প্রথম পর্বে ৩৭৫ জনের ওপর পরীক্ষা করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০০ জনের ওপর পরীক্ষা এইমসে হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষায় ১২ টি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় সাড়ে সাতশো জন সামিল হবেন। প্রথম পর্বে ভ্যাকসিনের পরীক্ষা ১৮ থেকে ৫৫ বছরের এমন ব্যক্তিদের হবে, যাঁদের অন্য কোনও অসুস্থতা নেই। এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, দ্বিতীয় পর্বে ১২ থেকে ৬৫ বছরের ৭৫০ জন ব্যক্তির ওপর ভ্যাকসিনের পরীক্ষা হবে। সূত্র: কলকাতা২৪x৭ আর/০৮:১৪/২৫ জুলাই
https://ift.tt/2ZZpDXO

Post a Comment

0 Comments