https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৭ জুলাই - নওগাঁর-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) সকাল ৬.৪০ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। এমপির ভাগ্নে মনোয়ার হোসেন জানিয়েছেন, আজ লাশ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশে তার দাফন করা হবে। রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, নওগাঁর-৬ আসনের এমিপি চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা গেছেন। আরও পড়ুন: করোনায় মারা গেলেন সিনিয়র জেল সুপার ইসরাফিল আলম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রসঙ্গত, ইস্রাফিল আলম করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় ৬-১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জুলাই রাত ১১টায় তাকে ভেল্টিনেশনে নেওয়া হয়। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ২৭ জুলাই
https://ift.tt/30QwSAQ
0 Comments