https://ift.tt/eA8V8J
লন্ডন, ২৮ জুলাই - ২০২৪ এর আগে ব্রিটেনের অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় বলে পূর্বাভাস দিয়েছে ই ওয়াই আইটেম ক্লাব নামের একটি অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান। এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। করোনায় অর্থনীতির সংকোচনের কারণে আগামী দিনে যুক্তরাজ্যের বেকারত্বের হার ৩ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশে গিয়ে ঠেকবে। লকডাউনের কারণে দেশের ক্ষুদ্র ব্যবসায়ের প্রবৃদ্ধিও কমে গেছে। ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হেলডেন বলেন, গত মার্চ ও এপ্রিলে লকডাউনের কারণে যুক্তরাজ্যের অর্থনীতির আউটপুট প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে। আরও পড়ুন: ব্রিটেনে প্রথমবার প্রাণীর দেহে করোনা শনাক্ত যুক্তরাজ্যের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হওয়ার্প আর্চার বলেন, লকডাউন নিষেধাজ্ঞা শিথিল হওয়া সত্তেও ধারণার চেয়েও ভোক্তাদের ব্যয়ের ব্যাপারে অনেক বেশি সতর্ক দেখা যাচ্ছে। জানা গেছে, ইতোমধ্যে সরকার অর্থনীতির মন্দাবস্থা ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে ট্যাক্স মওকুফ, মজুরির জন্য নগদ অর্থ সহায়তা ছাড়াও ইনসেন্টিভ দিয়েছে। চলতি মাসের শুরুতে অর্থমন্ত্রী ঋষি সুনক পর্যটন খাতে মূল্য সংযোজন কর ছাড় ছাড়াও এসব খাতের কর্মীদের হাজার ইউরো বোনাসের ঘোষণা দিয়েছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৮ জুলাই
https://ift.tt/30RAUca
0 Comments