https://ift.tt/eA8V8J
ওয়াশিংটন, ২৫ জুলাই - বিশ্বের বেশ কিছু মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার নির্দেশনা বাতিলের দাবিতে একটি আইন প্রস্তাব পাস হয়েছে মার্কিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে (২২ জুলাই) ২৩৩-১৮৩ ভোটে এই আইন প্রস্তাব পাস হয়। তবে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে প্রস্তাবটি পাস না হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন কোনো নিষেধাজ্ঞা আরোপের আগে কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে হবে। তা না হলে, এমন আদেশ তাৎক্ষনিকভাবে অকার্যকর বলে বিবেচিত হবে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ব্যক্তি বিশেষের ওপর আরোপিত এমন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলার বিধান রাখা হয়েছে এ আইনের প্রস্তাবে। আরও পড়ুন: হারের শঙ্কায় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরই ২০১৭ সালে এমন একটি ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারি করেন। তাঁর এ-সংক্রান্ত প্রথম নির্বাহী আদেশে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরান, ইরাক, সুদান, লিবিয়া, ইয়েমেন ও সুদানের নাগরিকদের ওপর আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এসব দেশ মুসলিমপ্রধান দেশ হওয়ায় ট্রাম্পের বিপক্ষে মুসলিম বিদ্বেষের অভিযোগ তোলা হয়। রিপাবলিকানদের পক্ষ থেকে এমন আইন প্রস্তাবের জন্য সময় নষ্ট করে প্রেসিডেন্টের জন্য সরকার পরিচালনা সমস্যাসংকুল করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন একদিন আগে এক মুসলিম সমাবেশে বলেছেন, আমেরিকার মুসলমানেরাই প্রথম ডোনাল্ড ট্রাম্পের অবজ্ঞার আঘাতটি টের পেয়েছেন। কৃষ্ণাঙ্গ লোকজন প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলমান দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমেই তা টের পেয়েছেন বলে উল্লেখ করেন জো বাইডেন। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২৫ জুলাই
https://ift.tt/2EbOwqU
0 Comments