১০ শতাংশ কর্মীকে বিদায় জানাল ইন্ডিগো

https://ift.tt/eA8V8J
নয়াদিল্লি, ২১ জুলাই- করোনাভাইরাস (coronavirus) মহামারি রুখতে লকডাউন। আর সেই লকডাউনের জেরে দেশের অর্থনীতিতে ধাক্কা, যার হাত থেকে বাঁচছে না বিমান পরিষেবাও। এই অর্থনৈতিক ধাক্কার আরও এক শিকার ইন্ডিগো (Indigo)। শেষ পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের (layoff) পথে গেল বিমানসংস্থা ইন্ডিগো। সংস্থার ১০ শতাংশ কর্মীকে বিদায় জানানো হচ্ছে। সংস্থার সিইও রণজয় দত্ত সোমবার এ কথা জানিয়েছেন। এক বিবৃতিতে রণজয় দত্ত বলেছেন, এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, তাতে আমাদের ব্যবসায়িক কাজকর্ম ঠিকঠাক চালিয়ে যাওয়ার জন্য কিছু ত্যাগস্বীকার করা ছাড়া এই অর্থনৈতিক ঝড় কাটিয়ে বেরোনো আমাদের কোম্পানির পক্ষে অসম্ভব। আরও পড়ুন:৫ আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনা করবেন মোদি সিইও আরও বলেছেন, তাই সমস্ত সম্ভাব্য পথ সতর্কতার সঙ্গে মূল্যায়ন ও পর্যালোচনা করার পর এটা পরিষ্কার যে আমাদের কর্মীসম্পদের ১০ শতাংশকে বেদনাদায়ক বিদায় জানানোর প্রয়োজন পড়ছে। ইন্ডিগোর ইতিহাসে এই প্রথম আমাদের এ রকম একটা বেদনাদায়ক ব্যবস্থা নিতে হল। উল্লেখ্য, ২০১৯-এর ৩১ মার্চে ওই বিমানসংস্থার পে-রোলে ২৩৫৩১ জন কর্মী ছিলেন। সূত্র: খবরঅনলাইন আর/০৮:১৪/২১ জুলাই
https://ift.tt/3fYMUPa

Post a Comment

0 Comments