চট্টগ্রামে পাহাড় কাটায় ৩ ব্যক্তিকে ১৮ লাখ টাকা জরিমানা

https://ift.tt/eA8V8J
চট্টগ্রাম, ০২ জুলাই- চট্টগ্রামের বায়েজিদ ও পাহাড়তলীতে পাহাড় কাটায় তিন ব্যক্তিকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এসব জরিমানা করেন। বুধবার বায়েজিদে চন্দ্রনগর কিষোয়ান ফ্যাক্টরির পেছনে পাহাড় কাটায় রিতেন কুমার সাহা নামের এক ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ২৯ জুন পৃথক আরেকটি শুনানি শেষে উত্তর পাহাড়তলী এলাকার বাসিন্দা গোলাম মোহাম্মদ গং ও আকবর শাহ এলাকায় এমলাক উদ্দিন গংকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে দুই দিনের ব্যববধানে তিন ব্যক্তিকে ১৮ লাখ টাকা জরিমানা করা হলো। প্রসঙ্গত, পাহাড় কাটা নিয়ে এক মাস ধরে সমকালে টানা সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সর্বশেষ ২৯ জুন সরকারি পাহাড় বেচে কোটিপতি ওরা শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয় সমকালে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, পাহাড় কাটার সত্যতা পাওয়ায় দুদিনের ব্যবধানে পৃথক তিন ব্যক্তিকে শুনানি শেষে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেছি। বুধবার বায়েজিদের গ্রিণ ভিউ আবাসিক সংলগ্ন নাগিনী পাহাড়ে ছয় হাজার ঘনফুট পাহাড় কাটায় রিতেন কুমার সাহা নামের এক ব্যক্তিকে শুনানি শেষে ছয় লাখ টাকা জরিমানা করি। এর দুদিন আগে উত্তর পাহাড়তলী এলাকার বাসিন্দা গোলাম মোহাম্মদ গং ও আকবর শাহ এলাকায় এমলাক উদ্দিন গংকেও ছয় লাখ করে মোট ১২ লাখ টাকা জরিমানা করি। তারাও প্রায় ছয় হাজার ঘনফুট পাহাড় কেটেছিল। প্রত্যেককে জরিমানার দিন থেকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে এ জরিমানার অর্থ পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : সমকাল এম এন / ০২ জুলাই
https://ift.tt/2NPhDSo

Post a Comment

0 Comments