লকডাউনের মধ্যেই অন্যের বউ নিয়ে পালানোর চেষ্টা

https://ift.tt/eA8V8J
কলকাতা, ২৫ জুলাই- বউ চুরি করতে গিয়ে গণপিটুনি শিকার হল অভিযুক্ত এক যুবক। বৃহস্পতিবার সকালে মালদহ টাউন স্টেশন চত্বরে ওই যুবককে হাতেনাতে ধরে গৃহবধূ পরিবারের লোকেরা প্রকাশ্য রাস্তায় ব্যাপক গণপিটুনি দেয়। বৃহস্পতিবার লকডাউনের মধ্যে মালদহ টাউন স্টেশন চত্বরে শোরগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের পর তার পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম তাপস ঘোষ (৩২) । তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকায়। এদিন সকালে ইংরেজবাজার থানার দামোদরপুর এলাকার এক গৃহবধূ সীমা মজুমদারকে নিয়েই পালাচ্ছিল ওই যুবক বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে ওই যুবকের পিছু ধাওয়া করে মালদহ টাউন স্টেশনের কাছে ধরে ফেলে । এরপরেই ব্যাপক গণপিটুনি দেওয়া হয় তাঁকে। ওই গৃহবধূর একটি ১৩ বছরের নাবালক পুত্র সন্তান রয়েছে । সেও এদিন মাকে ফিরে পেতে স্টেশনে বাবার সাথে ছুটে আসে। ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ সীমা মজুমদারের বাবার বাড়ি ধৃত যুবকের এলাকাতেই। গত ছমাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান গৃহবধূর স্বামী শংকর মজুমদার। এদিন গৃহবধূ দিদির বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে। আরও পড়ুন :আপনাকে সম্বোধনে মাননীয়া শব্দটি ব্যবহার করতে লজ্জা হয় : অগ্নিমিত্রা পাল ওই গৃহবধূর স্বামী শংকর মজুমদার বলেন, এদিন তারা বাইরে পালানোর উদ্দেশ্যে মালদহ টাউন রেল স্টেশন চত্বরে আসে। এই ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে গৃহবধূর স্বামী শংকর মজুমদার ও ছেলে শুভঙ্কর মজুমদার রেলস্টেশন চত্বরে এসে খোঁজাখুঁজি শুরু করে এবং স্থানীয় কিছু মানুষকে এই ঘটনার কথা বলেন। সেই সময় অভিযুক্ত যুবক অটো করে স্টেশন চত্বর থেকে পালানোর চেষ্টা করে । এরপর তাকে হাতেনাতে ধরে গণধোলাই গণধোলাই দেয় গৃহবধূর পরিবারের লোকেরা। পরিস্থিতি বেগতিক দেখে ওই গৃহবধূ তার আগেই সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। সূত্র: কলকাতা২৪x৭ আর/০৮:১৪/২৫ জুলাই
https://ift.tt/3hAYQaw

Post a Comment

0 Comments