https://ift.tt/eA8V8J
ঢাকা, ২২ জুলাই- রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাজমায় মৃত্যু নিয়ে গতকাল মঙ্গলবারের এই ঘটনা! ঢাকার কামরাঙ্গীর চরের এক ব্যক্তি গতকাল সকালে ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তাঁর চাচা পঞ্চাশ বছর বয়সী শাহজাহান অ্যাজমার রোগী। ১৬ জুলাই তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে তাঁর চাচার কভিড টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। তা সত্ত্বেও ইসিজি, এক্স-রেসহ বিভিন্ন টেস্ট করায় কর্তৃপক্ষ। বলা হয়, তাঁর চাচাকে করোনা রোগীদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অভিযোগকারী আরো বলেন, গতকাল সকালে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় যে তাঁর চাচা বেঁচে নেই। হাসপাতালে গেলে তাঁকে দুই লাখ ৩১ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। মারা যাওয়া শাহজাহানের ভাতিজা পুলিশকে আরো বলেন, হাসপাতাল থেকে তাদের বলা হয় এই টাকা পরিশোধ না করলে মরদেহ নিতে দেওয়া হবে না। হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও তিনি জানান। আরও পড়ুন:নদীর পানি বেড়ে যাওয়ায় ঢাকার পানি বের করা যাচ্ছে না: মন্ত্রী বিষয়টি ৯৯৯ কর্তৃপক্ষ ধানমণ্ডি থানাকে অবহিত করলে থানার পুলিশের একটি দল হাসপাতালে যায়। পুলিশ গিয়ে দেখতে পায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক রোগীর স্বজনকে দুই লাখ ৩১ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে ভূতুড়ে ওই বিল কমিয়ে ৭০ হাজার টাকা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ধানমণ্ডি থানার এসআই শিহাব উদ্দিন বলেন, হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে দেখা করে বিলের বিষয়টি জানতে পারি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগীর কাছ থেকে সংশোধিত বিলের মাধ্যমে ১৫ হাজার টাকা নেয়। রোগীর পক্ষে আগে জমা দেওয়া ৫৫ হাজারের সঙ্গে ১৫ হাজার টাকা মিলে ৭০ হাজার টাকায় সমস্যার সমাধান হয়। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২২ জুলাই
https://ift.tt/39pqR1W
0 Comments