তুর্কি নিয়ন্ত্রিত সিরিয় শহরে বোমা হামলায় ৮ জন নিহত

https://ift.tt/eA8V8J
দামেস্ক, ২৭ জুলাই - সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল-আইন শহরে গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরিয় গেরিলারা শহরটি দখল করে নেয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রোববার রাস আল-আইন শহরের একটি বাজারের কাছে বোমা হামলাটি হয়। হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত ৫ জুন একই শহরের এ জায়গায় আরেকটি বোমা হামলা হয়েছিল যাতে দুটি শিশু নিহত হয়। আরও পড়ুন: সিরিয়ার ভেতরে ঢুকে হামলা চালাল ইসরায়েলি অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে হামলার জন্য ওয়াইপিজি গেরিলাদেরকে দায়ী করেছে। দীর্ঘদিন ধরে হুমকি দেয়ার পর গত বছরের ৯ অক্টোবর তুরস্কের সামরিক বাহিনী ও তুর্কি সমর্থিত গেরিলারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিরাট এলাকাজুড়ে অভিযান শুরু করে। ওয়াইপিজি গেরিলাদেরকে সীমান্ত থেকে সিরিয়ার গভীরে পিছু হটানোর নামে এ অভিযান চালানো হয়। ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক শত্রু হিসেবে বিবেচনা করে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৭ জুলাই
https://ift.tt/339Sz1F

Post a Comment

0 Comments