আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত ১৭

https://ift.tt/eA8V8J
কাবুল, ৩১ জুলাই - আফগানিস্তানে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ-উল আজহা উপলক্ষে লোকজন কেনাকাটায় ভিড় জমিয়েছিল। সে সময়ই আফগানিস্তানের একটি শহরে হামলা চালানো হয়েছে। লোগার প্রদেশে পুলি আলম শহরের একটি হাসপাতালের চিকিৎসক ডা. সিদিকুল্লাহ জানিয়েছেন, বিস্ফোরণের পর ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, ওই বিস্ফোরণের ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ-উল আজহা উপলক্ষে দেশটিতে তিনদিনের যুদ্ধবিরতি শুরু হবে। তার আগেই এই হামলার ঘটনা ঘটল। আরও পড়ুন: দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী লোগার গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং এএফপিকে বলেন, এটা ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ। কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতর ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। অপরদিকে তালেবানের পক্ষ থেকেও ওই হামলার দায় অস্বীকার করা হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে ওই হামলার দায় প্রত্যাখ্যান করেছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ জুলাই
https://ift.tt/30dd0IP

Post a Comment

0 Comments