https://ift.tt/eA8V8J
মুম্বাই, ০৪ জুন - ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করলেন অভিনেত্রী চন্দনা। নিজের আত্মহত্যা প্রক্রিয়া মোবাইলে ভিডিও করে বাবা-মা বন্ধুদের পাঠান এই অভিনেত্রী। কিন্তু এই ভিডিও দেখে তার কাছে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন চন্দনা। লাভ হয়নি হাসপাতালে নিয়ে গিয়েও। এই ভিডিওতেই আত্মহত্যার কারণ জানিয়েছেন চন্দনা। এর পেছনে রয়েছে তার প্রেমিক দিনেশ। জানা গেছে, কন্নড় অভিনেত্রী চন্দনা কয়েক বছর ধরে দিনেশ নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। বাবা-মায়ের নিষেধ সত্ত্বেও দিনেশের সঙ্গে সম্পর্ক চলতে থাকে চন্দনার। এসবের মাঝে হঠাত করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চন্দনা কিন্তু জোর করে তাকে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। দিনেশই তাকে বাধ্য করেন গর্ভের সন্তান নষ্ট করার জন্য। গর্ভপাতের পর চন্দনাকে বিয়ে করতেও অস্বীকার করেন দিনেশ। নিজের সুইসাইড ভিডিওতে এমনই দাবি করেন অভিনেত্রী। চন্দনাকে বিয়ে করবেন না বলে জানানোর পরই বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি চন্দনার মৃত্যুর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দিনেশের খোঁজে তল্লাশি শুরু করেছে। শোনা যাচ্ছে দিনেশ এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাদের প্রতারিত করেছেন। এন এইচ, ০৪ জুন
https://ift.tt/2BqGyc1
0 Comments