মুন্সীগঞ্জে আরও ৫১ জনের করোনা শনাক্ত, উপসর্গে মৃত্যু ১

https://ift.tt/eA8V8J
মুন্সীগঞ্জ, ০১ জুলাই- করোনা সংক্রমণের হটস্পট মুন্সীগঞ্জে মঙ্গলবার আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন করো আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০৬ জন। গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হওয়ায় এখন জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫০ জন বা অর্ধশতাধিক হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার প্রাপ্ত ২৬০টি নমুনা রির্পোটে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত এখন ২১০৬ জন। এ ছাড়া রোববার নতুন আরও ১৬ জন সুস্থ হওয়ায় এখন জেলায় করোনা জয়ীর সংখ্যা ৭১৫ জন। সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৩০৭টি নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রির্পোট পাওয়া গেছে ৯৯৪৫টি। এখনও ৩৬৩টি নমুনা রিপোর্ট পেন্ডিং রয়েছে। তিনি বলেন, করোনা উপসর্গে জেলায় মঙ্গলবার পর্যন্ত মৃত্যুর মিছিলের সংখ্যা ৫০ জন। নিরবে-নিভৃতে মুন্সীগঞ্জে করোনা সংক্রমণের বিস্তার লাভ করেছে। এ মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধি করা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সূত্র : সমকাল এম এন / ০১ জুলাই
https://ift.tt/3gftl4W

Post a Comment

0 Comments