https://ift.tt/eA8V8J
রাজশাহী, ০৫ জুন - রাজশাহীর সিনিয়র সাংবাদিক মোলাজ্জেম হোসেন সাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে নগরীর উপশহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তান রেখে গেছেন। মোলাজ্জেম হোসেন সাচ্চু সর্বশেষ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দীর্ঘদিন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদে বার্তা সম্পাদক এবং নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন রাজশাহী থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বার্তায়। সাচ্চু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স ডিগ্রি নেন। কর্মজীবনের শুরুতেই তিনি ইংরেজি পত্রিকা মর্নিং নিউজে যোগদান করেন। সাংবাদিকতার টানে ঢাকায় জন্মগ্রহণ করা মোলাজ্জেম হোসেন সাচ্চু রাজশাহীতে স্থায়ী হন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মোলাজ্জেম হোসেন সাচ্চু মারা গেছেন। বাদ এশা নগরীর হেতেমখাঁ গোরস্থানে মরদেহ দাফন করা হয়। সিনিয়র এ সাংবাদিকের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ জুন
https://ift.tt/3gX3MHe
0 Comments