১৫ দিন পর করোনামুক্ত হলেন পটুয়াখালীর পৌর মেয়র

https://ift.tt/eA8V8J
পটুয়াখালী, ০৫ জুন - করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৫ দিন পর সুস্থ হলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদের পরপর দুইবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া তার গাড়িচালক মাসুদের রিপোর্টও নেগেটিভ এসেছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার জেলায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। সুস্থ হয়েছেন ২৮ জন। এছাড়া বিভিন্ন সময় চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, আমি দীর্ঘদিন বাসায় আইসোলেশনে ছিলাম। বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি। তিনি বলেন, পৌরবাসীর দোয়ায় আজ আমি সুস্থ। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি আবারও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করব। উল্লেখ্য, গত ২১ মে করোনা আক্রান্ত হন মহিউদ্দিন আহমেদ। এরপর ২৮ মে তার গাড়িচালক আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর থেকে তারা হোম আইসোলেশনে চিকিৎসাসেবা গ্রহণ করছিলেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ জুন
https://ift.tt/2MybRnL

Post a Comment

0 Comments