https://ift.tt/eA8V8J
রিয়াদ, ০৩ মে - সৌদি আরবে মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩৬২ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই প্রবাসী। শনিবার (০২ মে) দেশটির সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৫৯ জন। এতে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৬। মৃত ব্যক্তিরা মক্কা এবং জেদ্দা অঞ্চলের বাসিন্দা। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটিতে চিকিৎসাধীন আছে ২১৫১৮ জন। এর মধ্যে ১৩৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্তের মধ্যে শতকরা ১১ জন নারী এবং ৮৯ জন পুরুষ। আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মদিনা মুনাওয়ারায়, ২৪৯ জন। ২য় অবস্থানে রয়েছে বন্দর নগরী জেদ্দা, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৫। মক্কা মুকাররমায় ২৪৪ জন এবং রাজধানী রিয়াদে ১৬১ জন করোনা আক্রান্ত হয়েছে। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্ব মহামারিতে রূপ নিয়েছে। প্রাণঘাদতী এ ভাইরাসে এখন পর্যন্ত ৩৪ লাখ ৫৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এতে প্রাণ গেছে ২ লাখ ৪৩ হাজার ৩৬৭ জনের। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ মানুষ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মে
https://ift.tt/3bXScc1
0 Comments