https://ift.tt/eA8V8J
করোনায় ধুঁকতে থাকা দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। কিন্তু এখন আর উপায় নেই। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বাধ্য হয়েই সব আস্তে আস্তে খুলে দিচ্ছে দেশটি। ইতালিয়ান লিগ সিরিআর ক্লাবগুলোকেও অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে ৪ মে থেকে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলেন রোনালদো। যেহেতু সতীর্থরা অনুশীলনে ফিরছেন, তাকেও পর্তুগালের মাদেইরো ছাড়তে হবে। করোনার প্রভাবে ইতালিয়ান লিগ বন্ধ হয়ে যাওয়ার পর নিজের দেশে ফিরে গিয়েছিলেন পর্তুগিজ যুবরাজ। রোনালদোর ব্যক্তিগত বিমান আছে। তাতে করেই হোমটাউন মাদেইরাই ফিরেছিলেন, কিন্তু এখন ইতালি যে যাবেন, সে উপায় নেই। স্পেনের রাজধানী মাদ্রিদে আটকা পড়েছে রোনালদোর ব্যক্তিগত বিমানটি। ফলে তার তুরিনে ফেরা হচ্ছে না এখনই। করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে অনেক দেশেই। রোনালদোর বিমান স্প্যানিশ রাজধানীতে সেই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। পর্তুগিজ এক টিভির দাবি, তিনবার চেষ্টা করেও উড়তে পারেনি রোনালদোর জেট, কর্তৃপক্ষ আটকে রেখেছেন। অথচ খুব দ্রুতই তুুরিনে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রোনালদো। আগেভাগে যেতে হবে, কারণ সেখানে গিয়ে আবার বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে সিআরসেভেনকে। অনুশীলনের অনুমতি পেলেও এখন দলবদ্ধভাবে সেটা করতে পারবেন না জুভেন্টাসসহ ইতালির অন্যান্য ক্লাবের খেলোয়াড়রা। আগামী ১৮ মে পর্যন্ত এতে নিষেধাজ্ঞা আছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মে
https://ift.tt/2SEXRvY
0 Comments