কোহলি নাকি স্মিথ : সেরা বাছলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি

https://ift.tt/eA8V8J
ক্যানবেরা, ০২ মে - সেরার বিতর্ক যুগে যুগে ছিল, থাকবে। শচিন টেন্ডুলকার নাকি ব্রায়ান লারা-কে ভালো ব্যাটসম্যান? তাদের অবসরের এত দিন পেরিয়ে গেলেও এই বিতর্ক চলছে এখনও। রয়ে গেছে অমীমাংসিতই। বর্তমান প্রজন্মের মধ্যে এমনই বিতর্ক বিরাট কোহলি আর স্টিভেন স্মিথকে নিয়ে। এই দুই ব্যাটসম্যানের মধ্যে সেরা কে? এমন প্রশ্নে একেকজনের মত একেক রকম। এবার এই সেরার বিতর্কে যোগ দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেলও। ক্রীড়া উপস্থাপক রওনক কাপুরের এক প্রশ্নের জবাবে নিজের পছন্দের বিষয়টি খোলাসা করলেন সাবেক অসি অধিনায়ক। নিশ্চয়ই ভাবছেন আর কার কথা বলবেন চ্যাপেল, স্বদেশি যেহেতু তাই স্টিভেন স্মিথকেই নিশ্চয়ই এগিয়ে রাখতে চাইবেন তিনি। না। ৭৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার এগিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। অথচ ক্রিকেটের যে ফরমেট দিয়ে একজন ব্যাটসম্যানের যোগ্যতা যাচাই করা হয়, সেই টেস্ট ফরমেটে স্মিথই এক নম্বর ব্যাটসম্যান। দুইয়ে আছেন কোহলি। তারপরও ভারতীয় ব্যাটসম্যানকে সেরা মানছেন চ্যাপেল এবং সেটা অধিনায়ক ও ব্যাটসম্যান দুই হিসেবেই। রেপিড ফায়ার পর্বে চ্যাপেলকে প্রশ্ন করা হয়েছিল-কোহলি নাকি স্মিথ, কাকে বেছে নেবেন? জবাবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক উল্টো প্রশ্ন করেন, অধিনায়ক হিসেবে নাকি ব্যাটসম্যান? উপস্থাপক রওনক বলেন, আপনি বলুন। খুব বেশি ভাবতে হয়নি চ্যাপেলের। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, আমি দুই জায়গাতেই কোহলিকে বেছে নেব, অধিনায়ক হিসেবে আবার ব্যাটসম্যান হিসেবেও। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ মে
https://ift.tt/3f8lQwZ

Post a Comment

0 Comments