ঈদের আগে আরো ২৫ লাখ টাকা পাচ্ছেন ফুটবল রেফারিরা

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৬ মে - ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করা প্রায় ১০০ রেফারির বাফুফের কাছে পাওনা ছিল প্রায় কোটি টাকা। করোনাভাইরাসে সব খেলা বন্ধ হওয়ার পর এই রেফারিরা পড়েছিলেন বিপাকে। সংকটময় সময়ে তারা বাফুফের কাছে দাবি করেছিলেন সব পাওনা পরিশোধ করতে। করোনায় সব কিছু বন্ধ হওয়ার পর বাফুফে রেফারিদের পাওনার মধ্যে ২৪ লাখ টাকা পরিশোধ করেছে। ঈদের আগে আরো ২৫ লাখ টাকা দেবেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। ৯০ জনের মতো রেফারি আমাদের বিভিন্ন খেলা পরিচালনা করেন; কিন্তু খেলা বন্ধ হয়ে যাওয়ায় রেফারিদের বেশ কিছু টাকা বকেয়া হয়ে যায়। যার পরিমান ৮১ লাখ টাকা। এর মধ্যে করোনায় সব কিছু বন্ধ হওয়ার পর ২২৩টি চেকে আমরা ২৪ লাখ টাকা পরিশোধ করেছি। আমরা ঈদের আগে আরো ২৫ লাখ টাকা প্রদান করবো। তাহলে রেফারিদের পাওনার ষাট ভাগের মতো পরিশোধ হয়ে যাবে-বলেন বাফুফের সাধারণ সম্পাদক। রেফারিদের বাইরে বাফুফের বিভিন্ন পর্যায়ের বেতনভূক্ত মাঠকর্মী, স্টেডিয়াম ও বাফুফে ভবনের গেটম্যানসহ যারা কাজ করে থাকেন তাদের পাওনাও ঈদের পূর্বে পরিশোধ করা হবে জানিয়েছেন মো. আবু নাঈম সোহাগ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ মে
https://ift.tt/2WtzcM0

Post a Comment

0 Comments