চলতি বছরেই করোনার টিকা আবিষ্কার করবে যুক্তরাষ্ট্র

https://ift.tt/eA8V8J
ওয়াশিংটন, ০৫ মে - চলতি বছরেই যুক্তরাষ্ট্র করোনার টিকা আবিষ্কার করবে এমন ধারণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা আবিষ্কার করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে বিশ্বের অন্যকোনও দেশ যদি যুক্তরাষ্ট্রের গবেষকদের হারিয়ে দিয়ে টিকা আবিষ্কার করে ফেলতে পারে তবে তাতেও আনন্দিত বোধ করবেন বলে জানান তিনি। স্থানীয় সময় (৩ মে) ওয়াশিংটন ডিসি-র লিঙ্কন মেমোরিয়ালে ফক্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। তিনি মনে করেন, এখন একটি কার্যকরী টিকা হাতে পাওয়াটাই বড় কথা। করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনও অনুমোদিত ওষুধ বা টিকা নেই। বিশ্বের বিভিন্ন দেশ কার্যকরী ওষুধ নিয়ে গবেষণা করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথও বেশ কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। করোনার টিকা আবিষ্কারের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। তিনি বলেন আমরা খুবই আত্মবিশ্বাসী যে এবছরে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলব, এ বছরের শেষেই। অন্য দেশ যদি আগেই তা করে ফেলতে পারে তবে তাকে সাধুবাদ জানাবেন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা যদি অন্য দেশ করতে পারে তাহলে আমি আমার টুপি খুলে কুর্নিশ করব৷ তাড়াহুড়া করে মানুষের ওপর সরাসরি পরীক্ষামূলক টিকা প্রয়োগ বিপজ্জনক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, স্বেচ্ছাসেবীরা আছেন, তারা জানেন তারা কী পাচ্ছেন। অন্য দেশের টিকা আবিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, তাতে কিছু যায় আসে না। আমি চাই একটি কার্যকরী টিকা। মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, তিনি তার স্বাস্থ্য উপদেষ্টাদের এড়িয়ে গিয়েই এ পূর্বাভাস দিচ্ছেন। রোববার ট্রাম্প বলেন, চিকিৎসকরা বলবেন আপনার এটা বলা উচিত নয়, কিন্তু আমি যেটা মনে করি আমি সেটাই বলব৷ ট্রাম্প বলেন, এই বছর সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার আবেদন জানাবেন৷ তিনি বলেছেন, আমি চাই ওরা ফিরুক৷ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৮৭টি দেশ ও অঞ্চল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫৮ হাজার ৪০। মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৬৮২ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৮০ হাজার ১৫২ জন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মে
https://ift.tt/3fmCMQn

Post a Comment

0 Comments