আবহাওয়ার পূর্বাভাসে পাকিস্তানকে এ কোন বার্তা দিলো ভারত?

https://ift.tt/eA8V8J
নয়াদিল্লি, ০৯ মে- মহামারি করোনাভাইরাস সামলাতে গোটা বিশ্ব এখন হিমশিম খাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেও চলছে ভারত-পাকিস্তানের কূটনৈতিক লড়াই। এই লড়াইয়ে পাকিস্তানকে বিশেষ বার্তা দিয়ে বসলো ভারত। গিলগিট-বাল্টিস্তান পাকিস্তানশাসিত অঞ্চল হলেও উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই এলাকার তথ্যও। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ। শুক্রবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি পাকিস্তানশাসিত গিলগিট-বাল্টিস্তানের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের নির্দেশ দেন সেখানকার সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে কড়া বিবৃতি দিয়ে উষ্মা প্রকাশ করে ভারত। এরপর কূটনৈতিক চালেরই অংশ হিসেবে গিলগিট-বাল্টিস্তানকে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া বার্তায় জায়গা দেয়া হয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যকার বিবাদমান কাশ্মীরের একেবারে উত্তরাংশে অবস্থিত গিলগিট-বাল্টিস্তান ইসলামাবাদের নিয়ন্ত্রণে থাকলেও সেখানকার রাজনৈতিক কাঠামোয় স্বাধীনতার পথ উন্মুক্ত আছে। কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট সংবিধান সংশোধন করে আগামী সেপ্টেম্বরে সেখানে সাধারণ নির্বাচন করানোর নির্দেশ দিলে নড়েচড়ে বসে নয়াদিল্লি। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বেআইনিভাবে গিলগিট-বাল্টিস্তান দখল করে রেখেছে পাকিস্তান। তাই সেখানে কোনো রকম প্রশাসনিক পরিবর্তন ঘটানোর অধিকার নেই পাকিস্তান সরকারের। এরপর উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ার পূর্বাভাসে নয়াদিল্লি যোগ করে দিলো গিলগিট-বাল্টিস্তানের নাম। সাধারণত ওই অঞ্চলের পূর্বাভাসে জম্মু ও কাশ্মীরের কথা বলা হলেও এই চালে বলা হয় জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এবং মুজাফ্ফরাবাদের নাম ধরে। কূটনৈতিক সূত্র বলছে, এই নাম পরিবর্তন ঘটিয়ে একটি নির্দিষ্ট বার্তাই ইমরান খান সরকারকে দিতে চাইল নয়াদিল্লি। স্বভাবতই সে বার্তা অস্বস্তিতে ফেলে দিয়েছে পাকিস্তানকে। যদিও এ বিষয়ে এখনো তাদের কোনো মন্তব্য মেলেনি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৯ মে
https://ift.tt/2Leiqek

Post a Comment

0 Comments