কেরানীগঞ্জে আরও ৩ করোনা রোগী শনাক্ত

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১১ এপ্রিল - ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে এক নারীসহ নতুন করে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এ উপজেলায় গত ছয়দিনে আক্রান্তের সংখ্যা মোট ১৪ জনে দাঁড়াল। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন। নতুন আক্রান্তরা হলেন উপজেলার জিনজিরা ইউনিয়নের ১৮ বছরের এক তরুণ এবং শাক্তা ইউনিয়ের ৫০ বছরের এক নারী ও ৪৯ বছর বয়সী এক পুরুষ। তাদের মধ্য থেকে একজনকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক বলেন, শুক্রবার কেরানীগঞ্জ উপজেলায় নতুন করে ওই তিন রোগী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে ১৬ বছর বয়সী কিশোরের শরীর থেকে আমরা নমুনা সংগ্রহ করেছিলাম। অপর দুইজন নিজে থেকে পরীক্ষা করিয়েছেন। সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে তারা তিনজনই পজিটিভ বলে জানা গেছে। আক্রান্তদের থেকে একজনকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ উপজেলায় গত রোববার থেকে আজ রাত ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা মোট চৌদ্দজনে দাঁড়িয়েছে বলে জানান ডা. মোবারক। তিনি বলেন, আজ নতুন করে আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার পর তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। কেরানীগঞ্জে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করেছে উপজেলা প্রশাসন। যার মধ্যে ওই দুই ইউনিয়ন রয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ এপ্রিল

Post a Comment

0 Comments