লকডাউন না হলে ভারতে এতদিনে করোনায় ২ লাখ আক্রান্ত হতো

https://ift.tt/eA8V8J
নয়াদিল্লী, ১২ এপ্রিল - লকডাউন না করা হলে এতদিনে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখে পৌঁছে যেত বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব লব আগারওয়াল। শনিবার (১১ এপ্রিল) নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তার যুক্তি, লকডাউন করা হলে মানুষ রাস্তায় হাঁটত। আর হু হু করে বাড়ত করোনা আক্রান্তের সংখ্যা। তিনি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন খুবই গুরুত্বপূর্ণ। যদি এমন পদক্ষেপ না করা হতো, তা হলে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যাটা দাঁড়াত ২ লক্ষে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সচিব বলেন, গোটা দেশে কোভিড-১৯ রোগীদের জন্য এক লাখ আইসোলেশন শয্যা এবং ১১ হাজার ৫০০ আইসিইউ শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রথম অবস্থায় দেশজুড়ে লকডাউনের মেয়াদ ছিল ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু এর মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৮ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২৮৮ জনের। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বব্যাপী ১৭ লাখ ৭৩ হাজার ৩০১ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৪৭৭ জনের। হিসাব অনুযায়ী, প্রতি ১৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৪ লাখ ১ হাজার ৪৯৮ জন। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রতি চারজনের একজন করে সুস্থ হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ এপ্রিল

Post a Comment

0 Comments