https://ift.tt/eA8V8J
ইসলামাবাদ, ২৯ এপ্রিল - খেলাধুলা বন্ধ। সাবেক আর বর্তমান ক্রিকেটারদের বড় একটা সময় কাটছে শুধু খেলা নিয়ে আলোচনা করেই। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকে ইদানীং খুব সক্রিয় দেখা যায় প্রচারমাধ্যমে। ক্রিকেটীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিয়মিতই। দর্শক-সমর্থকদের সঙ্গেও নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা আড্ডায় মেতে ওঠেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ডধারী এই পেসার। এবার সে সব আলোচনার মধ্যেই এ সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যান বেছে নিলেন শোয়েব আখতার। তবে তার এই সেরা পাঁচে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। যদিও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের আলাদা করে প্রশংসা করেছেন তিনি। শোয়েব বলেন, আমার চোখে এই সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যান বাবর (আজম), বিরাট (কোহলি), রোহিত (শর্মা), (জো) রুট এবং (কেন) উইলিয়ামসন। (স্টিভ) স্মিথ একটু বিদঘুটে হলেও গ্রেট ব্যাটসম্যান। এ তো গেল প্রজন্মের সেরা। তার ব্যক্তিগত পছন্দে সেরা কারা? শোয়েবের উত্তর, যদি আপনি আমাকে আমার ফেবারিট জিজ্ঞেস করেন, তবে আমি সবসময়ের ফেবারিট বলব নিউজিল্যান্ডের পেসার শেন বন্ডকে। আর আমার বল করা সবচেয়ে সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ড্যামিয়েন মার্টিন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আলাদা করে প্রশংসা করলেন ভারতের মারকুটে ওপেনার রোহিত শর্মার। তাকে নিয়ে শোয়েব বলেন, ব্যক্তিগতভাবে আমি রোহিতের খুব বড় ভক্ত। আমি একবার তাকে বলেছিলামও-রোহিত তুমি গ্রেট। বিশ্বের সবচেয়ে সেরা টাইমিং তোমার। ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শোয়েবের মত হলো, অন্তত ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগটা দেয়া উচিত সাবেক ক্যাপ্টেন কুলকে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ এপ্রিল
https://ift.tt/3cUPCn4
0 Comments