সিলেট, ১০ এপ্রিল- সিলেটে পবিত্র শবেবরাতের রাতে ফাহিম আহমদ (২৪) নামে এক কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত ফাহিম হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে। তিনি ৩/৪ মাস আগে কাতার থেকে ছুটিতে দেশে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খুনের বিষয়টি তদন্ত করছে পুলিশ। সূত্র : যুগান্তর এম এন / ১০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xlHmgP
0 Comments